‘ম্যায় হু না’র সিক্যুয়েল, কোন ভূমিকায় শাহরুখ?

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৭

ছবি: সংগৃহীত
বলিউডে শাহরুখ খানের আধিপত্য দীর্ঘ বছরের। একের পর এক সফল সিনেমা, নতুন চরিত্র, অভিনয় সবকিছু মিলিয়েই অসংখ্য ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তাইতো ভক্তদের কাছ থেকে ‘বলিউড বাদশা’ উপাধি পেয়েছেন তিনি।
বেশ কিছুদিন পর্দায় নিয়মিত ছিলেন না শাহরুখ। তবে বিরতির পর ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’ দিয়ে বলিউডে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি।
তবে ভক্তদের জন্য এবার নতুন চমক। গুঞ্জন উঠেছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল নিয়ে ফিরছেন শাহরুখ।
‘ম্যায় হু না’ ছবিতে ফারহা ও শাহরুখের যুগলবন্দি প্রথমবার দেখা গিয়েছিল, যা ব্যাপক সাড়া ফেলেছিল। তবে এবার প্রশ্ন উঠেছে, দ্বিতীয় কিস্তিতেও কি শাহরুখ থাকবেন?
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘ম্যায় হু না টু’ নিয়ে বেশ উচ্ছ্বসিত শাহরুখ খান। যদিও তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিনেমার চিত্রনাট্য সম্পূর্ণ হলে ২০২৫ সালের মাঝামাঝি তিনি প্রথম খসড়া শুনবেন। এরপর অভিনয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ।
এর আগে শাহরুখ ও ফারহা একসঙ্গে ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’, এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন।
যদি সিক্যুয়েলটি তৈরি হয়, এটি হবে তাদের চতুর্থ যৌথ কাজ। যা দর্শকদের কাছে একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে।
এফএটি