
ছবি: সংগৃহীত
ভক্তকে চুমু দিয়ে সমালোচনার মুখে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। মঞ্চে ভক্তদের সাথে চুম্বন মুহূর্তের বিভিন্ন ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে, মঞ্চে হাঁটু গেড়ে বসে একজন নারী ভক্তের অনুরোধে ছবি তুলছেন উদিত। এরপর হঠাৎ করেই উদিত তার গালে চুম্বনের বদলে সরাসরি ঠোঁটে চুমু খেয়ে বসেন। এর আগেও একইভাবে আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন অনুরাগিণীর ঠোঁটে চুম্বন করেন উদিত।
৭০ বছর বয়সী গায়কের এই ধরনের আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শ্রেয়া ঘোষাল এবং অলকা ইয়াগনিকের সাথে মঞ্চে উদিতের এমন আচরণ নিয়েও পুরোনো ভিডিও সামনে এসেছে।
এই ঘটনার পরেও নিজেকে ‘ভদ্রলোক’ হিসেবে দাবি করেছেন উদিত। এই জনপ্রিয়তাকে ‘ভক্তদের ভালবাসা’ হিসেবেই গ্রহণ করছেন বলে জানান তিনি।
এফএটি