পরিবারের কাছে সোনার ডিম পাড়া হাঁস ছিলাম : পপি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬
ছবি: সংগৃহীত
বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শোবিজের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তবে বিষয়টি চলচ্চিত্র বা তার কাজ নিয়ে নয়, বরং জমি দখলের চেষ্টার অভিযোগে সমালোচনার শিকার তিনি।
এই অভিযোগের সূত্রপাত তার পরিবারের সদস্যদের থেকে যা এখন থানা পর্যন্ত গড়িয়েছে। এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য না করলেও এবারে মুখ খুলেছেন পপি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে একটি ভিডিও বার্তা পাঠান এই অভিনেত্রী। ভিডিওতে তিনি বলেন, ‘২৮ বছর চলচ্চিত্রে কাজ করে সুনাম অর্জন করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি আমি একজন ব্যর্থ মানুষ। কারণ যারা আমাকে লালনপালন করেছেন, তাদের কাছে আমি অযোগ্য। আজ আমি আমার পরিবারের কাছে গলার কাটা হয়ে গেছি। ২৮ বছরেও আমি আমার পরিবারের মন জয় করতে পারিনি।’
পপি আরও বলেন, আমার পরিবার আমার সাথে বেঈমানি করেছে। এত বছরের অভিনয় জীবনে যত অর্থ আমি রোজগার করেছি সব তারা কেড়ে নিয়েছে। এতকিছুর পরেও আমি চুপ ছিলাম। এমনকি পরিবারের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলেও জানান তিনি।
এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন তার বোন ফিরোজা পারভীন।
যেখানে বলা হয় যে পপি তার স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ ৬ কাঠা জমি দখল করতে শিববাড়ি এলাকায় যান। জমি দখলে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।
এফএটি