Logo

বিনোদন

মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০

মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত এই বাড়িতে স্থানীয় ছাত্র-জনতার একাংশ এই আগুন লাগায়। 

বাড়িটি শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৪ আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। 

ইতোমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল থেকে কিছু লোক শাওনের বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে  শাওনের সমালোচনায় এই বিক্ষোভ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর