Logo

বিনোদন

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওন গ্রেপ্তার

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।

ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, শাওনকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  আগামীকাল আদালতে সুনির্দিষ্ট মামলায় রিমান্ড চাওয়া হবে। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে আটক করা হয়েছে। 

এদিকে, জামালপুরের নরুন্দি এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের মতে, শাওনের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধেই এই বিক্ষোভের সূত্রপাত।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর