Logo

বিনোদন

প্রেমিকের পাশে দাঁড়ালেন রাশ্মিকা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭

প্রেমিকের পাশে দাঁড়ালেন রাশ্মিকা

ছবি: সংগৃহীত

বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দনার প্রেমের গুঞ্জন ভারতের চলচ্চিত্র জগতের সর্বত্র। জনসমক্ষে কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা।

তবে বিনোদন জগতে প্রায় ‘ওপেন সিক্রেট’ বিজয় ও রাশ্মিকার প্রেম। বিভিন্ন সময়েই একসঙ্গে ফ্রেমবন্দি হন এ জুটি। তবে এবারে একটু ভিন্নরূপে একসঙ্গে দেখা গেছে তাদের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

ভিডিওতে দেখা যায়, চোট পাওয়া পায়ে ক্র্যাচ নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন রাশ্মিকা মান্দানা। এদিকে বিজয় তাকে সাহায্য না করে গটগট করে বেরিয়ে যাচ্ছেন। এই ঘটনাটি নেটিজেনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

অনেকেই বিজয়কে ‘উদাসীন’ ও ‘অসংবেদনশীল’ বলে আক্রমণ করেন। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিজয়। তবে সমালোচনার জবাব দিয়ে বিজয়ের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের ব্যাপারে সমালোচনার উত্তরে একটি পোস্ট দেন রাশ্মিকা। তিনি লেখেন, ‘বর্তমান সময়ে সহানুভূতি খুবই কমে এসেছে। সকলের প্রতি সহানুভূতিশীল হোন।’

পায়ে চোট পেয়েও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সামনেই মুক্তি পাবে রাশ্মিকা অভিনীত সিনেমা ‘ছাবা’। 

অন্যদিকে দক্ষিণী সিনেমা থেকে বলিউডে নিজের কাজের পরিধি বাড়াচ্ছেন বিজয়। বলিউড অভিনেত্রীদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। এমনকি সারা আলী খান ও অনন্যা পান্ডের মতো অভিনেত্রীরাও তার প্রতি আকৃষ্ট। 

এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর