Logo

বিনোদন

সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩

সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সবসময় প্রশংসিত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তবে এবারে তিনি নিজে পড়েছেন আইনি জটিলতায়। পাঞ্জাবের লুধিয়ানায় একটি ভুয়া বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই মামলায় সোনুর বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ উঠেছে। 

পুলিশের তথ্য অনুযায়ী, লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্না অভিযোগ করেছেন যে, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি তাকে রিজিকা কয়েন নামের একটি বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন।  

এ বিষয়ে সাক্ষ্য দিতে সনুকে আদালতে ডাকা হয়। তবে তিনি নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আদালত নির্দেশ দিয়েছে যে, ১০ ফেব্রুয়ারির মধ্যে এই পরোয়ানা কার্যকর করে প্রতিবেদন জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে তার কারণ আদালতে ব্যাখ্যা করতে হবে।

আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়, সোনুকে যথাযথভাবে সমন পাঠানো হলেও তিনি উপস্থিত হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন। এজন্য তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।  

এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর