
ছবি: সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি নিজের কড়া স্বভাবের জন্যেও বলিউডে পরিচিত সালমান খান। কখন হুট করে রেগে গিয়ে কাকে বকাঝকা করে বসবেন তার কোনো ঠিক নেই। এবারে নিজের ভাইপো আরহান খানের ওপর রেগেছেন এই অভিনেতা।
সম্প্রতি আরহান এবং তার বন্ধুদের সাথে একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন সালমান খান। যেখানে আরহান ও তার দুই বন্ধু আরুষ বর্মা ও দেব রাইয়ানি উপস্থিত ছিলেন। পডকাস্ট চলাকালীন আরহান ও তার বন্ধুরা হিন্দি এবং ইংরেজি মিশিয়ে কথা বলছিলেন। যা দেখে বেশ বিরক্ত হন সালমান।
কড়া ভাষায় জানান, ‘তোমাদের সবার আগে হিন্দিতে কথা বলা উচিত।’ এরপর নিজের ভাইপোকে ইংরেজিতে কথা বলার জন্য বেশ বকাঝকাও করেন। যদিও আরহানের বন্ধুরা বলেন যে তারা হিন্দিতে অত পারদর্শী নন। তবে সবাইকে অবাক করে সালমান জানান, তিনি তাদের হিন্দি ভাষা শিখতে সাহায্য করবেন।
ভাইজান আরও বলেন, ‘হিন্দি না জানাটা লজ্জার কারণ, কারণ তোমাদের প্রধান দর্শকই হিন্দিভাষী।’
পডকাস্টে আরও একাধিক বিষয়ে কথা বলতে গিয়ে জীবন নিয়ে, পরিবার নিয়ে আরহানকে পরামর্শ দেন সালমান। তার ভাষ্যে, পরিবারই সবার আগে এবং জীবনে যাই হোক, পরিবারের পাশে থাকতে হবে।
নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে সালমান বলেন, ‘কাউকে এক বা দুই বার ক্ষমা করা যায়, কিন্তু তিনবার হয়ে গেলে বুঝতে হবে যে সব শেষ।’
সালমানের এই পডকাস্ট থেকে কেবল ভাইপো আরহান নয় বরং তার দর্শকের জন্যেও বেশ শিক্ষামূলক ছিল। এমনটাই মনে করেন ভক্তরা।
এফএটি