জীবনসঙ্গী খুঁজে পেলেন বলিউডে অভিনয় করা পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭

ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের বন্ধু আমির গিলানিকে বিয়ে করেছেন ‘সানাম তেরি কাসাম’খ্যাত অভিনেত্রী মাওরা হোসেন। পাকিস্তানি শোবিজ ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই জুটির বিয়ের তিন দিন পেরোলেও উচ্ছ্বাস কমেনি ভক্তদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন এ জুটি। সে ছবি দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
সম্প্রতি ইন্সটাগ্রামে বেশ কিছু নতুন ছবি পোস্ট করেছেন এ জুটি। সঙ্গে জুড়েছেন হৃদয়স্পর্শী ক্যাপশন। ছবিতে তাদের একসঙ্গে দেখে যেন রূপকথার কাল্পনিক চরিত্রের কথা মনে পড়ে যায়।
পোস্ট করা ছবিতে অত্যন্ত সুন্দর এমব্রয়ডারি করা লেহেঙ্গায় দেখা যায় অভিনেত্রীকে। অন্যদিকে আর তার পাশে থাকা বর, আমির গিলানির পরনে ছিল প্যাস্টেল গোলাপী স্যুট।
একসঙ্গে এই নবদম্পতি সৌন্দর্যের সংজ্ঞাকে পরিপূর্ণতা দিয়েছেন বলে দাবি ভক্তদের। সেই সাথে তাদের পোশাকের নিখুঁত সমন্বয়ে সবাই আকৃষ্ট হয়েছে।
মাওরার করা পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের একাধিক তারকা। অভিনেত্রী তারা মাহমুদ লিখেছেন, ‘তোমাদের দুজনকে অভিনন্দন।’ প্রযোজক হুমনা রাজা মুগ্ধ হয়ে লিখেছেন, ‘পোশাকটি অসাধারণ!’
নতুন এই দম্পতির বিয়ের অনুষ্ঠানের ছবিগুলোও মন ছুঁয়ে গেছে ভক্তদের। কিছু ছবিতে আবেগপ্রবণ অবস্থায় দেখা যায় মাওরাকে। তবে একটি ছবিতে তাদের একে অপরকে উষ্ণ আলিঙ্গন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
পোস্ট করা ছবির সাথে একটি রোমান্টিক ক্যাপশনও জুড়েছিলেন অভিনেত্রী। তিনি লিখেন, ‘এই বিশৃঙ্খলার মাঝখানে... আমি তোমাকে খুঁজে পেয়েছি।
এর আগে পাকিস্তানি টিভি সিরিজ ‘সাবাত’-এ একসঙ্গে কাজ করেছিলেন মাওরা ও আমির গিলানি। আর এবার তাদের বাস্তব জীবনের রূপকথার গল্প যেন পর্দার বাইরেও বাস্তব হয়ে উঠেছে।
এফএটি