Logo

বিনোদন

আইসিইউতে ‘আমি বাংলার গান গাই’র স্রষ্টা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪

আইসিইউতে ‘আমি বাংলার গান গাই’র স্রষ্টা

কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শুনিয়েছিলেন গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।

কিন্তু এখন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। কলকাতার এসএসকেএম হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন প্রবীণ এ গায়ক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল মুখোপাধ্যায়। পরে দ্রুত শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে তার। সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আপাতত সংজ্ঞাহীন রয়েছেন প্রবীণ এ গায়ক। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।

সোমবার প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এর আগে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন ‘আমি বাংলার গান গাই’-এর স্রষ্টা।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর