Logo

বিনোদন

না ফেরার দেশে শিল্পী প্রতুল মুখোপাধ্যায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০

না ফেরার দেশে শিল্পী প্রতুল মুখোপাধ্যায়

দীর্ঘ লড়াইয়ের অবসান। প্রয়াত ভারতীয় বাংলা সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রয়াণ ঘটেছে গায়কের। ভারতীয় সময় সকাল ১০টায় হাসপাতালেই না ফেরার দেশে চলে গেছেন গায়ক। বয়স হয়েছিল ৮৪ বছর।

‘আমি বাংলায় গান গাই’, ‘ডিঙা ভাসাও সাগরে’-এর মতো কালজয়ী গান গেয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায়। ‘গোঁসাইবাগানের ভূত’ ছবিতেও গান গেয়েছিলেন তিনি।

সপ্তাহ দুয়েক ধরে পশ্চিমবঙ্গের এসএসকেএম হাসপাতালে চলছিল তার চিকিৎসা। অন্ত্রের একটি অস্ত্রোপচারের পর হার্ট অ্যাটাক হয় তার। পরবর্তীতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের শিকারও হয়েছেন। সঙ্কটজনক ছিল তার শারীরিক অবস্থা। 

হাসপাতাল সূত্র জানিয়েছিল, অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল মুখোপাধ্যায়। পরে দ্রুত শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে তার। সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠে। 

এর আগে, গত সোমবার প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

জানুয়ারির প্রথম সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন ‘আমি বাংলার গান গাই’-এর স্রষ্টা।

  • ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর