Logo

প্রবাস

যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:৪৩

যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক শহরের এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ মার্চ) রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলি বিনিময় হয়েছিল বলে প্রসিকিউটররা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সী জোসেফ অ্যাজকোনা নিউইয়র্ক পুলিশ বিভাগের পাঁচ বছরের অভিজ্ঞ গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ছিলেন। ওই ঘটনার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং কয়েক ঘণ্টা পর হাসপাতালে মারা যান। অন্য এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন এসেক্স কাউন্টির প্রসিকিউটর থিওডোর স্টিফেনস।

শনিবার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে স্টিফেনস বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল তখনই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।’

স্টিফেনস আরও জানান, ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ১৪ বছর বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে। তবে তার আঘাত প্রাণঘাতী নয়।

এসেক্স কাউন্টির শেরিফ আমির জোনস শনিবার এক বিবৃতিতে বলেন, 'প্রতিদিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাদের প্রিয়জনদের বিদায় জানিয়ে আমাদের সমাজের নিরাপত্তা ও সুস্থতার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেন।

তিনি আরও বলেন, 'গত রাতের এই ভয়াবহ ঘটনা একটি পরিবার, একটি সম্প্রদায় এবং আইন প্রয়োগকারী সংস্থার ভাই-বোনদের শোকে আচ্ছন্ন করে দিয়েছে। তাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

কেই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর