Logo

প্রবাস

বাবা-মায়ের সাথে নির্বাসনে ক্যান্সারে আক্রান্ত শিশু

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:১৬

বাবা-মায়ের সাথে নির্বাসনে ক্যান্সারে আক্রান্ত শিশু

মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত ১০ বছর বয়সী একটি মেয়েকে তার অবৈধ অভিবাসী বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসন পাঠিয়েছে অভিবাসন কর্মকর্তারা।

ফেব্রুয়ারির শুরুতে রিও গ্র্যান্ড, টেক্সাস থেকে হিউস্টনে জরুরি চিকিৎসার জন্য যাচ্ছিলেন শিশুটির পরিবার। এ সময় অভিবাসন কর্মকর্তারা তাদের আটক করে এবং পরে তাদের মেক্সিকোতে ফেরত পাঠানো হয়। 

এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, শিশুটির পরিবার বর্তমানে মেক্সিকোর একটি অঞ্চলে অবস্থান করছে, যা মার্কিন নাগরিকদের অপহরণের জন্য পরিচিত। ১০ বছরের মেয়েটির চিকিৎসা সংক্রান্ত ক্যানসারের জন্য পরিবারটি অন্তত পাঁচবার দুই শহরের মধ্যে ভ্রমণ করেছে। কিন্তু এবারের যাত্রায় তারা বৈধ অভিবাসন নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ তাদের আটক করে।

টেক্সাস সিভিল রাইটস প্রজেক্টের প্রতিনিধি ড্যানি উডওয়ার্ড জানিয়েছেন, পরিবারটির পাঁচটি শিশু মধ্যে চারটি মার্কিন নাগরিক। পরিবারের বাবা-মায়ের কোনো অপরাধমূলক ইতিহাস নেই, তবে তারা বৈধ অভিবাসী নয়। 

মেয়েটির মা জানায়, ২০২৪ সালে মেয়েটির মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ার পর অস্ত্রোপচার করা হয় এবং চিকিৎসকরা তার বেঁচে থাকার বিষয়ে খুব কম আশা প্রকাশ করেছিলেন। তবে তিনি অলৌকিকভাবে বেঁচে যান। বর্তমানে মেয়েটির স্বাস্থ্যের অবস্থা সংকটপূর্ণ, এবং সে কথা বলা ও শরীরের ডান দিকে নড়াচড়ায় কষ্ট পাচ্ছে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান জানিয়েছেন, মিশ্র অভিবাসন মর্যাদার পরিবারগুলোর ক্ষেত্রে মা-বাবাকে সিদ্ধান্ত নিতে হয় যে, তারা নির্বাসন হলে তাদের সন্তানদের সঙ্গে নিয়ে যাবে নাকি রেখে যাবে। যদি বাবা-মা সন্তানদের নিয়ে চলে আসেন, তবে সন্তানদের পালিত পরিচর্যা ব্যবস্থায় (ফস্টার কেয়ার) চলে যেতে হতে পারে, যা তাদের হেফাজত ফিরে পাওয়ার প্রক্রিয়াকে কঠিন করে তোলে।

মেয়েটির মা জানান, মেক্সিকোতে তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন না এবং তাদের সন্তানদের জীবন বর্তমানে তাদের হাতে থাকা কর্তৃপক্ষের উপর নির্ভর করছে।

কেই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর