Logo

প্রবাস

কানাডায় ‘টপ টোয়েন্টি অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের তারিফ মাহমুদ

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৪৩

কানাডায় ‘টপ টোয়েন্টি অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের তারিফ মাহমুদ

কানাডার ক্যালগেরী শহরের মেধাবী ছাত্র তারিফ মাহমুদ 'টপ টুয়েন্টি আন্ডার টোয়েন্টি' অ্যাওয়ার্ড লাভ করেছেন। ক্যালগেরী সিটির সিটি'স রাইজিং স্টার হিসেবে এই সম্মাননা পেয়েছেন তিনি। মেধা, মননশীলতা, নেতৃত্বগুণ এবং কমিউনিটি সেবায় বিশেষ অবদান রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।

তারিফ মাহমুদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের সন্তান। তার পিতা কানাডা প্রবাসী মাহমুদ হাসান একজন সমাজতাত্ত্বিক বিশ্লেষক, লেখক ও কলামিস্ট, এবং মাতা জাহিদা আফরিন একজন চাকুরিজীবী।

ক্যালগেরীর বৃহত্তম কমিউনিটি সেন্টার রকি রিজ শ্যান হোমস কমিউনিটি হলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সিটি ক্রাউনস অথরিটি, এভিনিউ কর্তৃপক্ষ এবং ওয়াইএমসিএ-এর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি, বেসরকারি ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

তারিফ মাহমুদ প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ হিসেবে এই সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর সালমা লাকানি, সাবেক মেয়র ও এনডিপি নেতা নাহিদ ন্যান্সি, ডেপুটি মেয়র এবং ওয়াইএমসি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শ্যানন ডরামসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এছাড়া তারিফ মাহমুদকে ক্যালগেরী সিটি পরিচালিত পাবলিক লাইব্রেরি 'মেইক ইট মেসি', সায়েন্স, রিডিং ও কোডিং এক্সপার্ট হিসেবে থিংক ট্যাংকের সদস্য মনোনীত করেছে। এমপিসি ফাউন্ডেশন তার স্বেচ্ছাসেবার কাজে তাকে 'ফিচারড ভলানটিয়ার' হিসেবে বিশেষ প্রতিবেদনে তুলে ধরেছে। 

এক সাক্ষাৎকারে তারিফ মাহমুদ জানিয়েছেন, তিনি ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান ও গবেষণায় নিজেকে নিয়োজিত রেখে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজ করতে চান।

লায়লা নুসরাত/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর