Logo

প্রবাস

এবার ভারতীয় শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০৬

এবার ভারতীয় শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ইসরায়েল বিরোধী বিক্ষোভে জড়িত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী অবৈধ অভিবাসীদের জন্য তৈরি করা একটি নতুন অ্যাপ ব্যবহার করে নিজে থেকেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) শুক্রবার (১৪ মার্চ) জানিয়েছে, রঞ্জনী শ্রীনিবাসন একজন ভারতীয় নাগরিক। তিনি শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় প্রোহামাস কার্যক্রমে জড়িত ছিলেন। ইসরায়েল বিরোধী বিক্ষোভে জড়িত ছিলেন এবং হামাস সংগঠনের প্রতি সমর্থনের কারণে পররাষ্ট্র দপ্তর তার শিক্ষার্থী ভিসা বাতিল করেছে।

ডিএইচএস নিশ্চিত করেছে, মঙ্গলবার (১১ মার্চ) শ্রীনিবাসন সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। এই নতুন অ্যাপে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশত্যাগের জন্য একটি বিশেষ ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। 

হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম বলেন, 'যুক্তরাষ্ট্রে বসবাস ও পড়াশোনার জন্য ভিসা পাওয়া একটি বিশেষ অধিকার। যখন কেউ সহিংসতা ও সন্ত্রাসবাদকে সমর্থন করে, তখন সেই অধিকার বাতিল হওয়া উচিত।’

নোম আরও বলেন, ‘আমি খুশি যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক সন্ত্রাসবাদ সহানুভূতিশীল ব্যক্তি সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে নিজে থেকেই যুক্তরাষ্ট্র ছেড়েছেন।'

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পরপরই বাইডেন-যুগের সিবিপি হোম অ্যাপ বাতিল করে। যা বিদেশি নাগরিকদের ব্যাপকভাবে মার্কিন-মেক্সিকো সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য আবেদন করার অনুমতি দিত। প্রশাসন পরে এটি নতুনভাবে ব্র্যান্ড করে সিবিপি হোম অ্যাপ হিসেবে চালু করে। যা এখন অবৈধ অভিবাসীদের তাদের যুক্তরাষ্ট্র ত্যাগের ইচ্ছার তথ্য জমা দিতে ব্যবহার করা হচ্ছে।

শ্রীনিবাসনের স্বেচ্ছায় দেশত্যাগের ঘটনা ঘটে এমন এক সময়ে যখন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি-ইসরায়েল বিক্ষোভের অন্যতম প্রধান নেতা সিরিয়ায় জন্মগ্রহণ করা মাহমুদ খলিলকে ৮ মার্চ অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) সংস্থা গ্রেপ্তার করে। তিনি বর্তমানে লুইজিয়ানার একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং তার বহিষ্কার সংক্রান্ত মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

শ্রীনিবাসন ও খলিল উভয়ই ক্যাম্পাসে সহিংস বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন, যার কারণে নিউইয়র্ক পুলিশ বিভাগকে ডাকতে বাধ্য হয়েছিল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ ছিল ক্যাম্পাসের সম্পত্তি দখল, ইহুদি ছাত্রদের হয়রানি এবং প্রো-হামাস প্রচার সামগ্রী বিতরণ করার।

এছাড়াও গত মার্চে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত প্রায় ৪০০ মিলিয়ন ডলার তহবিল বাতিল করে। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অ্যান্টি-সেমিটিক কার্যকলাপ দমন করতে ব্যর্থ হয়েছিল।

ডিএইচএস আরও জানিয়েছে, সম্প্রতি নিউ জার্সির নিউইয়র্ক থেকে আইসিই এজেন্টরা গ্রেপ্তার করেছে লেকা কোরদিয়া নামে এক ফিলিস্তিনি নাগরিককে। যিনি তার মেয়াদোত্তীর্ণ ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং প্রোহামাস কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন।

কৌশলী ইমা/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল ভারত শিক্ষার্থী ভিসা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর