Logo

প্রবাস

নিউইয়র্কে বাড়ি থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:০৯

নিউইয়র্কে বাড়ি থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মধ্য ভিলেজের একটি বাড়ি থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনার বিস্তারিত এবং মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি এবং পুলিশ ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্ত করছে।

স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) দুপুরে ৮০তম স্ট্রিটের ৫৭০০ ব্লকের একটি বাড়ি থেকে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১০৪তম প্রিসিঙ্কটের অফিসাররা দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এবং প্রথমে একটি ৫৭ বছর বয়সী পুরুষের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। তার মাথায় গুলির আঘাত ছিল এবং ঘটনাস্থলেই ইএমএস ইউনিট তাকে মৃত ঘোষণা করে। কিছু সময় পর, পুলিশ ওই বাড়ির ভিতরে ৮৮ বছর বয়সী এক মহিলাকে অচেতন অবস্থায় সাড়া-প্রতিক্রিয়াহীন অবস্থায় পাওয়া যায়। তাকেও ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়, তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ এখনও নিহত দু’জনের পরিচয় প্রকাশ করেনি, কারণ তারা পরিবারের সদস্যদের অবহিত করার আগ পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করতে চায়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মেডিকেল এক্সামিনারের দপ্তরে পাঠানো হয়েছে যাতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যায়।

জেলা প্রতিনিধি কাউন্সিল সদস্য বব হোল্ডেন সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে বলেন, ‘আমি ৮০তম স্ট্রিট ও ৫৮তম অ্যাভিনিউয়ের মধ্য ভিলেজ এলাকায় এই মর্মান্তিক ঘটনার বিষয়ে অবগত। সেখানে দু’জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।’

তিনি আরও উল্লেখ করেন, এখনো বিস্তারিত তথ্য প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ওই বাড়িতে পূর্বে পুলিশের কোনো ইতিহাস ছিল না। এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও সমবেদনা পরিবারটির সাথে রয়েছে।

সিটিজেন অ্যাপের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ঘটনাটি সম্ভাব্য হত্যাকাণ্ড এবং আত্মহত্যা হিসেবে তদন্ত করছে। 

তাবে, ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কৌশলী ইমা/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর