নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কানাডায় সমাবেশ

কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:২৩
-67d7a3da7bfe9.jpg)
বাংলাদেশে ক্রমবর্ধমান নারী ও শিশু প্রতি সহিংসতার প্রতিবাদে কানাডার টরন্টো শহরের শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রগতিশীল গণতান্ত্রিক (পিডিআই) এর উদ্যোগে রোববার (১৬ মার্চ) আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।
পিডিআই সাধারণ সম্পাদক মনির জামান রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সংস্কৃতি কর্মী ফারজানা চৌধুরী বিন্দু, সবিতা সোমানী, ব্যারিস্টার নুসরাত জাহান, রওশান জাহান ঊর্মি, আসিফ চৌধুরী, সোলায়মান তালুত রবিন, সৌমেন সাহা, মাশুক হাসান, দুলাল পাল, শমসের আলী হেলাল, মাশুক মিয়া এবং বিদ্যুৎ রঞ্জন দে।
সমাবেশে বক্তারা বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার বিষয়টি তুলে ধরে বলেন, ‘বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। জুলাই অভ্যুত্থানে নারীরা সামনে থেকে লড়াই করে হাসিনাকে পরাস্ত করেছে। দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। যেখানে মানুষ লিঙ্গ, ধর্ম, জাতি নির্বিশেষে সমান অধিকার পাবে। রাষ্ট্র হবে সবার।’
লায়লা নুসরাত/এমআই