ব্রাউন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৪৮
-67d7a9991d12e.jpg)
ডা. রাশা আলাওয়িয়েহ।
বিচারকের আদেশ অমান্য করায় যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির মেডিকেল স্কুলের সহকারী অধ্যাপক ডা. রাশা আলাওয়িয়েহকে লেবাননে পাঠানো হয়েছে। যদিও এক বিচারক তার তাৎক্ষণিক নির্বাসন ঠেকানোর আদেশ দিয়েছিলেন।
রোববার (১৬ মার্চ) এই বিষয়টি আদালতে শোনা হয়। যেখানে বিচারক জানতে চান যে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রটেকশন (সিবিপি) ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করেছে কি না।
৩৪ বছর বয়সী আলাওয়িয়েহ। যিনি রোড আইল্যান্ডের প্রভিডেন্সে বসবাস করেন। তার বিরুদ্ধে এই মামলা চলমান।
বোস্টনের ফেডারেল বিচারক লিও সরোকিন জানান, আলাওয়িয়েহর পক্ষে এক আইনজীবী আদালতে সময়রেখা উপস্থাপন করেছেন। যা আদেশ লঙ্ঘনের বিষয়ে গুরুতর অভিযোগ। সিবিপি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং সংস্থাটি এখনও জানায়নি কেনো আলাওয়িয়েহকে বহিষ্কার করা হয়েছে।
ব্রাউন ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আলাওয়িয়েহ লেবাননের নাগরিক এবং ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বসবাস করছিলেন। তাকে বৃহস্পতিবার (১৩ মার্চ) বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। মামলার নথিপত্র অনুযায়ী, তিনি তার আত্মীয়দের দেখতে লেবাননে গিয়েছিলেন এবং ফেরার সময় তিনি আটক হন।
এমপ্লয়মেন্ট ভিসা (এইচ-১বি) থাকার সত্ত্বেও সিবিপি তাকে বিমানবন্দরে আটক করে। মামলার নথিতে দাবি করা হয়েছে যে, এই পদক্ষেপ তার আইনি অধিকার লঙ্ঘন করছে।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় বিচারক সরোকিন আদেশ দেন যে, আলাওয়িয়েহকে ৪৮ ঘণ্টার আগাম নোটিশ ছাড়া বহিষ্কার করা যাবে না এবং তাকে সোমবার (১৭ মার্চ) আদালতে হাজির করতে হবে। তবে, আদালতের আদেশ জারির পরপরই তাকে প্যারিসে পাঠানো হয়, এবং রোববার তিনি নির্ধারিত ফ্লাইটে লেবাননের উদ্দেশ্যে রওনা হন।
রোববার (১৬ মার্চ) বিচারক সরকারকে একটি আইনি এবং তথ্যভিত্তিক জবাব জমা দিতে নির্দেশ দেন এবং আলাওয়িয়েহর আগমন ও বহিষ্কার সম্পর্কিত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দেন।
কৌশলী ইমা/এমআই