Logo

প্রবাস

বিচারকের আদেশ অমান্য করল ট্রাম্প প্রশাসন

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:১৬

বিচারকের আদেশ অমান্য করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কৌশলগতভাবে বিচারকের আদেশ উপেক্ষা করে ভেনেজুয়েলার শত শত সন্দেহভাজন গ্যাং সদস্যকে বহনকারী দুটি বিমান ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 

ওয়াশিংটন ডিসি জেলা আদালতের প্রধান বিচারক জেমস বোয়াসবার্গ সরকারকে নির্দেশ দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ত্যাগ করা কোনো উড়োজাহাজ যদি তখনও আকাশে থাকে। তবে সেটিকে ফিরিয়ে আনতে হবে। 

বিচারক বোয়াসবার্গ বলেন, ‘আপনাদের ক্লায়েন্টদের অবিলম্বে জানাতে হবে যে, এই ব্যক্তিদের বহনকারী কোনো ফ্লাইট যদি উড্ডয়নের জন্য প্রস্তুত থাকে বা ইতোমধ্যে আকাশে থাকে। তাহলে সেটিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে হবে।’ 

বিচারক বোয়াসবার্গ যুক্তিতে, এই বহিষ্কারাদেশ গুরুতর এবং অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। তাই তিনি ট্রাম্প প্রশাসনকে অন্তত ১৪ দিনের জন্য এলিয়েন এনিমিস অ্যাক্ট (এইএ) ঘোষণার আওতায় থাকা সব অনাগরিককে বহিষ্কার করা থেকে বিরত রাখার জন্য একটি সাময়িক নিষেধাজ্ঞা (টিআরও) জারি করেন। 

তবে প্রশাসনের শীর্ষ আইনজীবী ও কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে, যেহেতু ফ্লাইটগুলো আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে গেছে। তাই বিচারকের আদেশ কার্যকর নয়।

প্রশাসন দাবি করে, 'কার্যক্রমগত' ও 'জাতীয় নিরাপত্তাজনিত' কারণে উড়োজাহাজগুলোকে অবতরণ করতে হবে। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রশাসন আদালতের আদেশ মেনে চলতে অস্বীকার করেনি। বিচারকের আদেশটি জারি হয়েছিল। তখন সন্দেহভাজন গ্যাং সদস্যদের ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।’

এদিকে, ট্রাম্প প্রশাসন ডিসি সার্কিট কোর্টে আবেদন করেছে এবং দাবি করেছে যে, এইএর আওতায় প্রেসিডেন্টের নেওয়া পদক্ষেপগুলো বিচারিক পর্যালোচনার আওতায় পড়েনা। প্রশাসন সতর্ক করে দেয় যে, যদি এই টিআরও বহাল থাকে, তাহলে কোনো আদালত যেকোনো জরুরি জাতীয় নিরাপত্তার পদক্ষেপের বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্র নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারবে।

কৌশলী ইমা/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ট্রাম্প বিচারক আদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর