Logo

প্রবাস

দুবাইয়ে এনপিকেপির ইফতার মাহফিল

Icon

কে এম জাহেদ, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ২০:৩৮

দুবাইয়ে এনপিকেপির ইফতার মাহফিল

রোজাদার ধনী লোকেরা অসহায়দের জাকাত প্রদান করার ফলে সমাজের গরিব-নিঃস্ব ব্যক্তিরা দারিদ্র্যের কশাঘাত থেকে রেহাই পায় এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। এই মাসে ধনী লোকেরা দরিদ্রদের জাকাত প্রদানের ফলে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।

রোববার (১৬ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ নাহিদ আল মদিনা রেস্টুরেন্টের হল রুমে আরব আমিরাতে চট্টগ্রাম রাউজানের সামাজিক ও মানবতার সংগঠন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

এনপিকেপির সিনিয়র সদস্য ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী।

অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সিনিয়র সদস্য এম. শাহেদ সরওয়ার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সদস্য ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম। এতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, নাতে রাসুল (সা.) পেশ করেন মাওলানা মুহাম্মদ তৌসিফ রেজা আল-কাদেরী।

বক্তারা আরও বলেন, রমজান মাসই অধিক সওয়াব প্রাপ্তির জন্য যাকাত দেওয়ার উপযুক্ত মৌসুম ও শ্রেষ্ঠতর সময়।

ইফতার মাহফিলে নদিমপুর প্রবাসীদের মিলনমেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য মোহাম্মদ আজিজ চৌধুরী, ওয়াজের নিজাম চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, পরিষদের সদস্য যথাক্রমে মোহাম্মদ হাসান, জাহেদুল ইসলাম, নাছির উদ্দিন, আলতাফ উদ্দিন জনি, মোজাহেরুল হক, নুরউদ্দিন খাঁন বাবর, আবুল ফয়েজ মোস্তফা, সেলিম উল্লাহ, মোহাম্মদ ইব্রাহীম, আলতাফ হোসেন রিটন, শাফায়াত হোসেন, মোহাম্মদ মাহাবু, মোহাম্মদ খোকন, সাগর চৌধুরী, সোহেল চৌধুরী, মোহাম্মদ মিনার, মোহাম্মদ সুজন, মহিম, রবিউলসহ প্রমুখ।

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এনপিকেপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর