টরেন্টোতে প্রতিবাদ সমাবেশ
২৫ শে মার্চকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:১০

২৫ শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবিতে কানাডার টরেন্টো শহরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ শে মার্চ) টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে এ সমাবেশ পালন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা রণি প্রেন্টিস রায়, নিরঞ্জন সরকার বাচ্চু এবং সাধন সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সওগাত আলী সাগর, নাট্যকার মাহমুদুল ইসলাম সেলিম, সংস্কৃতিকর্মী হিমাদ্রী রায় এবং রাজনীতিক লিটন মাসুদ।
সমাবেশের শুরুতে শিল্পী মৈত্রেয়ী দেবীর নেতৃত্বে প্রবাসী বাংলাদেশীরা সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
এ সময় বক্তারা ২৫ শে মার্চের ভয়াবহ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তা এবং এর ইতিহাসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা দাবি করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার এই হত্যাযজ্ঞের যথাযথ মূল্যায়ন করা এখন সময়ের দাবি।
এটিআর/