Logo

প্রবাস

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস পালিত

Icon

আরব আমিরাত প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:১৯

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস পালিত

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দেশ ও দেশের মানুষের সার্বিক কল্যাণের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।

বুধবার (২৬ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রবাসীদের কল্যাণে কনস্যুলেটের বিভিন্ন প্রচেষ্টার কথা উল্লেখ করে তা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহান স্বাধীনতা যুদ্ধ এবং জুলাইয়ের গণঅভ্যূত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

দিবস উদযাপনে কনস্যুলেট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর ও দূতালয় প্রধান আশফাক হোসেইন। সভায় দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ শেষে জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, জনতা ব্যাংক এবং কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

আলোচকগণ ৭১ এবং ২৪’র শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা প্রবাসীদের কল্যাণে আরও নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ‍দৃষ্টি আকর্ষণ করেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর