অস্ট্রেলীয় সংসদে বাংলাদেশে দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে প্রস্তাব পাস

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৯:৪৪

অস্ট্রেলিয়ার সংসদে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে একটি প্রস্তাব (মোশন) গৃহীত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন দেশটির লেবার, লিবারেল ও গ্রিন পার্টির সংসদ সদস্যরা।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক স্থিতিশীলতা ও নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। দুর্নীতি দমন, জবাবদিহিতা ও মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেন।
এনএসডব্লিউ’র সংসদ সদস্য এবিগেইল বয়েড বলেন, ‘বাংলাদেশের জনগণ বর্তমানে সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন। অস্ট্রেলিয়া সরকারের উচিত তাদের পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক পুনরুদ্ধার, নির্বাচনী সততা ও শক্তিশালী প্রতিষ্ঠান গঠনে সহায়তা করা।’
তিনি আরও যোগ করেন, ‘১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত বাংলাদেশের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতন্ত্র অপরিহার্য।’
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক এই প্রস্তাবকে ‘বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী বাংলাদেশের নাগরিকদের জন্য আশার বার্তা বয়ে এনেছে।’
এমজে