Logo

প্রবাস

আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত

Icon

কে এম জাহেদ, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:৩১

আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত

প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ ও উদ্দীপনায় পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) সকাল ৬টা ২০ মিনিটে দুবাই আল সালাম মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

সূর্য ওঠার আগেই বিশাল মসজিদের ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সেখানে নামাজ পড়তে আসা বেশিরভাগ মুসল্লি বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের নাগরিক। ঈদের জামাত শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর শুরু হয় কোলাকুলি পর্ব। এরই দেশের প্রিয়জনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকেল থেকে বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় জমাতে থাকেন সবাই।

আরব আমিরাতে ঈদের সবচেয়ে বড় জামাত আবুধাবির শেখ জায়েদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। 

আমিরাতে ঈদের ছুটিতে আবুধাবি, দুবাই ও শারজাহের কার পার্কিং ব্যবস্থা ফ্রি রাখা হয়েছে। আবুধাবির টোল গেট ফ্রি থাকলেও দুবাইয়ের টোল গেট আগের নিয়মেই পরিচালিত হবে।

বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর