Logo

প্রবাস

কানাডায় আজ ঈদ

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৩:২৭

কানাডায় আজ ঈদ

কানাডার স্থানীয় সময় আজ রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

কানাডার ক্যালগেরিতে পবিত্র ঈদুল ফিতরের জামাত বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। মাল্টিকালচারালিজমের দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় ঈদের নামাজ আদায় করবেন। 

কানাডার ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় ঈদের নামাজ সকাল নয়টায় এবং তৃতীয় ঈদের নামাজ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে। 

বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এতে ঈদের নামাজ আদায় করবেন। এই সময়ে প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরাও নামাজে অংশ নিবেন।

এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ বিএমআইসিসি মসজিদে সকাল সাড়ে আটটায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে নয়টায় সময়ে অনুষ্ঠিত হবে। 

এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই নামাজ আদায় করবেন।

বরফআচ্ছন্ন কানাডায় এবারের ঈদের দিনটি কর্মদিবস না থাকায় প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

লায়লা নুসরাত/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর