Logo
Logo

প্রবাস

ভারতীয় আগ্রাসন

সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মঈন আহমেদ

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৯

সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মঈন আহমেদ

সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। ছবি : সংগহীত

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন ইউ আহমেদ।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিউইয়র্কের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

সাবেক সেনাপ্রধান বলেন, ‘ভারতের যা প্রয়োজন নিচ্ছে, কিন্তু প্রতিদানে তেমন কিছুই দিতে রাজি নয়। তারা এখন যা করছে তা দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘সংখ্যালঘু ইস্যুতে ভারত সেদেশের মিডিয়াকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে। পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ও ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার পর বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। কূটনৈতিক চ্যানেলে আমাদের আরও সোচ্চার হওয়া প্রয়োজন।’ 

তিনি আরও বলেন, ‘ভারতের সশস্ত্র বাহিনী বাংলাদেশে আক্রমণ চালাতে পারে বলে খবর শোনা যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের আপামর জনগণ জীবন দিতেও প্রস্তুত আছে। ভারত আক্রমণ চালালে আমাদের উচিত জবাব দিতে হবে।’

কেই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর