Logo
Logo

প্রবাস

নিউইয়র্কের বাংলাদেশি এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতি

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬

নিউইয়র্কের বাংলাদেশি এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতি

ছবি : প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা সোনাপট্টিখ্যাত জ্যাকসন হাইটস এলাকায় ৭৪ স্ট্রিটের একটি গহনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদলকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। 

শুক্রবার (৬ ডিসেম্বর)  জ্যাকসন হাইটসে একটি গহনা দোকানে হামলা করে প্রায় ৮ লাখ ডলার মূল্যের গহনা লুট করে নিয়ে যায় উক্ত ডাকাতদল।

জ্যাকসন হাইটসে ১১৫তম থানার পুলিশ জানিয়েছে যে, তিনজন ব্যক্তি কালো হুডি পরিহিত একটি সাদা জিপ থেকে বের হয়ে ওই এলাকার আবিদ জুয়েলার্স নামের গহনার দোকানে পৌঁছায়। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ২০ মিনিট ধরে তারা হাতুরি ব্যবহার করে ডিসপ্লে উইন্ডো ভাঙে এবং দোকানে প্রবেশ না করেই প্রায় ৮০০,০০০ ডলার মূল্যের গহনা হাতিয়ে নেয়। 

পুলিশ আরও জানায়, তারা সাদা জিপে স্থান ত্যাগ করে ৭২তম স্ট্রিট এবং ৩৫ তম অ্যাভিনিউ পর্যন্ত চলে যায়। সেখানে জিপটি ফেলে দেয় এবং একটি কালো সেডান গাড়িতে চড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। 

সর্বশেষ কম্পস্ট্যাট রিপোর্ট অনুযায়ী, গত ৮ ডিসেম্বর পর্যন্ত নিউ ইয়র্কের ১১৫তম থানায় ২০২৪ সালে ২০৪টি চুরির খবর পাওয়া গেছে। এ বছরে ৭২টি বেশি অর্থাৎ ৫৪.৫% বৃদ্ধি পেয়েছে। তবে ৬৮ তম থানায় চুরির সংখ্যা কমেছে। ২০২৪ সালে ৮২টি চুরি ঘটেছে, যা ২০২৩ সালের একই সময়ে ৮৮টি চুরির তুলনায় ৬.৮% কমেছে।  

কেই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর