প্রকৌশলী ছাড়াও অভিজ্ঞদের স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে শুধু প্রকৌশলী নয়, রেস্তোরাঁকর্মী থেকে সুরা বিশেষজ্ঞ—সর্বস্তরের দক্ষ ব্যক্তিদের স্বাগত জানানো হবে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এইচ-১বি ভিসা নিয়ে বিস্তারিত আলোচনাকালে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন,ওরাকল সংস্থার সিটিও ল্যারি এলিসন, সফটব্যাংকের সিইও মাসায়োশি সন এবং ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান।
ট্রাম্প বলেন, ‘আমি চাই, ভিন দেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে আসছেন, তারা যেন যোগ্য এবং দক্ষ হন। এটি কেবল ইঞ্জিনিয়ারদের জন্য নয়, সব স্তরের মানুষের জন্য প্রযোজ্য।’
তার মতে, দক্ষ কর্মীদের অভাব যুক্তরাষ্ট্রের শ্রম বাজার এবং প্রযুক্তি খাতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে ১২ লাখ কর্মীর ঘাটতি হতে পারে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে প্রতি বছর প্রায় ৩.৫ লাখ নতুন কর্মীর প্রয়োজন হবে।
এইচ-১বি ভিসা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, এই ভিসা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রযুক্তি খাতের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি দুপক্ষের যুক্তি শুনেছি। যারা এই ভিসার মাধ্যমে দক্ষ কর্মী আনতে চান এবং যারা এর বিরোধিতা করেন—তাদের কথা বিবেচনা করেই আমরা নীতি প্রণয়ন করছি।’
একই সময়ে তিনি যোগ করেন, ‘ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রেস্তোরাঁকর্মী বা সুরা বিশেষজ্ঞ, সবাইকে আমরা স্বাগত জানাব, যদি তারা যোগ্য হন।’
এটিআর/