Logo

প্রবাস

কানাডায় বুয়েট অ্যালামনাই গালা নাইট অনুষ্ঠিত

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২

কানাডায় বুয়েট অ্যালামনাই গালা নাইট অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

প্রবাসী প্রকৌশলীদের উন্নয়ন, নতুন অভিবাসীদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা এবং ভবিষ্যতে নিজেদের উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে কানাডার ক্যালগেরিতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বুয়েট অ্যালামনাই গালা নাইট-২০২৫। বুয়েট অ্যালামনাই ক্যালগেরির উদ্যোগে রিও ব্যাঙ্কুয়েট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

স্থপতি নাজমুল ইসলাম সিয়াম ও রুবাইয়াত শারমিন মিথিলার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওবায়দুল কবির এবং সাধারণ সম্পাদক শাফকাত মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যসহ বিশেষ অতিথিরা।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রবৃদ্ধিতে কীভাবে অবদান রাখা সম্ভব, এসব বিষয়েও আলোচনা করা হয়।

এদিন জমকালো এ আয়োজনে প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ এবং তাদের পরিবারের সদস্যদের গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। 

বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ক্যালগেরি) সভাপতি ওবায়দুল কবির বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও পরিবারের সবাইকে নিয়ে অনেক আনন্দ করলাম। এ ধরনের অনুষ্ঠান আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়।’

সাধারণ সম্পাদক শাফকাত মাহমুদ বলেন, ‘আমাদের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে কানাডায় নতুন আসা প্রকৌশলীদের বিভিন্ন কর্মশালার মাধ্যমে চাকরির বাজারে প্রবেশে দিক নির্দেশনাসহ যোগ্যভাবে তৈরি করছেন।’

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্তনু বনিক জানান, ‘এ ধরনের মিলনমেলা আমাদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করবে এবং ভবিষ্যতে একে অপরের সহযোগিতার সুযোগ বৃদ্ধি করবে।’

লায়লা নুসরাত/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর