একুশের প্রথম প্রহরে কানাডায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪

কানাডার টরেন্টোতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন টরোন্টোতে বসবাসকারী সর্বস্তরের বাংলাভাষী প্রবাসী বাঙালিরা। সাথে যোগ দেন বিদেশিরাও।
এ সময় কানাডার মূলধারার রাজনীতিকসহ সকল সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। তাপমাত্রা ২০ ডিগ্রি হিমাঙ্কের নিচে থাকা সত্ত্বেও উচ্ছ্বসিত প্রবাসী বাঙালিরা ভিন্ন এক অনুভূতি আর চেতনায় পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আয়োজকরা জানান, একুশের শহীদ মিনার জাতীয় ঐক্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, অহংকারে জায়গা, বাঙালি জাতীয়তাবাদের চেতনা। একুশের মধ্যে যে বাঙালি জাতীয় চেতনা ও আবেগ আছে, তা প্রচণ্ড শক্তি হিসেবে এখনো বর্তমান। বাঙালি জাতির অস্থিমজ্জায় ভাষায় ও সংস্কৃতিতে এবং ইতিহাসে যে চেতনা গাঢ় হয়ে মিশে আছে, তাকে ধ্বংস করা, কলুষিত করা সহজ নয়।
তারা বলেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, মাতৃভাষার প্রতি প্রকৃত ভালোবাসা জাগিয়ে প্রাত্যহিক জীবনে নতুন প্রজন্মের মধ্যে এর প্রয়োগ ঘটাতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।
লায়লা নুসরাত/এমএইচএস