টরন্টোয় মুক্তিবুদ্ধি চর্চার সাংস্কৃতিক কর্মীদের অমর একুশে উদযাপন

কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩
-67bc93a3f1ed8.jpg)
ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান, কবিতা, আলোচনা এবং নৃত্যালাখ্যের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস) ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে টরন্টোর মুক্তবুদ্ধি চর্চার সাংস্কৃতিক কর্মীরা।
টরন্টোর বিসিসিএস মিলনায়তনে (বাংলাদেশ সেন্টার) আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের পরিবেশনা দর্শকদের বিশেষ প্রশংসা অর্জন করে। শিখা আখতারির তত্ত্বাবধানে কচি-কাঁচাদের পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
হিমাদ্রি রায় ও এলিনা মিতার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী আফরোজা বানু, সাংবাদিক শওগাত আলী সাগর, মাহবুব কামাল, আহমেদ হোসেন, মাহমুদুল ইসলাম সেলিম। ধন্যবাদ বক্তব্য রাখেন কবি হোসেন আরা জেমি।
ভাষা আন্দোলনের প্রেক্ষিতকে উপজীব্য করে আরিয়ান হক ও এলিনা মিতার কবিতার সাথে বিশেষ নৃত্য পরিবেশনায় অংশ নেন নৃত্য শিল্পী সীমা বড়ুয়া। এ ছাড়াও গার্গী, তিন্নি, মেঘদিপা যৌথভাবে নৃত্য পরিবেশন করেন।
একক এবং যৌথভাবে কবিতা আবৃত্তিতে অংশ নেন আরিয়ান হক, এলিনা মিতা, অদিতি, দোলা, তন্বি, তাপস, রিনি, তানিয়া, জ্যাকুলিন রোজারিও।
সংগীত পরিবেশন করেন শিখা আখতারি, ফারহানা শান্তা, ইভা নাগ ও তার দল। সব শেষে সমবেত কণ্ঠে একুশের গান পরিবেশন করা হয়।
হিমাদ্রি রায়ের গ্রন্থনায় এলিনা মিতা ও কবি হোসনে আরা জেমির সমন্বয়ে অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রণে ছিলেন ক্যারি খ্রিষ্টোফার রোজারিও।
লায়লা নুসরাত/বিএইচ