Logo

ফিচার

‘কল মার্জ’ করলেই বিপদ

Icon

ফিচার ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৮:৪৭

‘কল মার্জ’ করলেই বিপদ

বর্তমানে ‘কল মার্জিং’ প্রযুক্তির অপব্যবহার করে নতুন ধরনের সাইবার প্রতারণা ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল পেমেন্ট’স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনসিপিআই) সতর্ক করে জানিয়েছে, প্রতারকেরা এই পদ্ধতির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে।

কীভাবে হচ্ছে এই প্রতারণা?
১. প্রতারকেরা আগে থেকেই আপনার ব্যাংক সংক্রান্ত তথ্য সংগ্রহ করে রাখবে।

২. আপনাকে ফোন করে জানাবে যে, ব্যাংকের প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলতে চান। কল মার্জ করতে বলবে।

৩. আপনি অনুমতি দিলে সঙ্গে সঙ্গেই প্রতারকেরা ওটিপি বা অন্য গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে। অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে।

৪. আরও একটি কৌশলে, প্রতারক আপনাকে বলবে যে, আপনার বন্ধুরা ফোন মার্জ করতে চাচ্ছে। আপনি কল মার্জ করলেই প্রতারণার ফাঁদে পা দেবেন।

কীভাবে সতর্ক থাকবেন?
অচেনা নম্বর থেকে আসা কল কখনও মার্জ করবেন না।

কল মার্জ করার আগে নিশ্চিত হোন যে, এটি সত্যিই আপনার পরিচিত কারও কল।

কোনো অবস্থাতেই ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয়ে আসা কল মার্জ করবেন না।

ব্যাংক কখনো ফোন করে ওটিপি বা অন্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইবে না।

সব সময় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু রাখুন।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর