ছবি : সংগৃহীত
খোলা ময়দানে সঙ্গীকে ভালোবাসায় জড়িয়ে ধরা কিংবা চুম্বন করা বাংলাদেশে চোখসই না হলেও অন্যান্য দেশে এটি খুব সাধারণ বিষয়। বিশেষ করে আমেরিকার মতো উন্নত দেশগুলোতে এগুলো হরহামেশাই চোখে পড়বে আপনার। এসব দেশে প্রকাশ্যে চুম্বন বা হাতে হাত রাখা একেবারে স্বাভাবিক বিষয়। তবে, বিশ্বের কিছু দেশে প্রকাশ্যে প্রেমের প্রকাশ কঠোরভাবে নিষিদ্ধ এবং তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। তাই এসব দেশে ভ্রমণ করার আগেই স্থানীয় সংস্কৃতি এবং আইন সম্পর্কে জেনে নিন—
মধ্যপ্রাচ্যের বেশিভাগ দেশগুলোতে প্রকাশ্যে চুম্বন করা একেবারে নিষিদ্ধ। ২০০৯ সালে একটি ব্রিটিশ দম্পতি দুবাইয়ে পাবলিক প্লেসে চুম্বন করার কারণে তিন মাসের কারাদণ্ড ভোগ করেছিলেন। এমনকি, ট্যাক্সিতে চুম্বন করার অপরাধে এক ভারতীয় দম্পতিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এসব ঘটনা থেকে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এমন আচরণ কখনো মেনে নেওয়া হয় না এবং বিদেশিদেরও কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।
ইন্দোনেশিয়ায়ও পাবলিক প্লেসে চুম্বন নিষিদ্ধ। দেশটির বেশিভাগ নাগরিক ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় তারা এসব শিষ্টাচারিক নিয়ম মেনে চলে। এখানে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করলে ৫ বছরের কারাদণ্ড বা আড়াই কোটি টাকা জরিমানা হতে পারে। একইভাবে, জাপান সংস্কৃতি এবং সভ্যতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। দেশটির টোকিওসহ অন্যান্য শহরে প্রকাশ্যে চুম্বন করা বা রোমান্টিক আচরণ শাস্তিযোগ্য।
এছাড়া চীনেও এমন আচরণ আইনত নিষিদ্ধ। ২০০৬ সালে নানজিংয়ে প্রকাশ্যে সঙ্গীকে চুম্বন করার কারণে এক ব্যক্তিকে জেল ও জরিমানা দেওয়া হয়েছিল।
সূত্র : ইন্ডিয়া টুডে
ডিআর/এটিআর