
দুবাইয়ে পৌঁছেই অনুশীলনে ব্যস্ত নারীরা | ছবি : বাফুফে
নতুন অধ্যায়ে পা বাড়াচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে সাবিনা খাতুনসহ ১৮ জন অভিজ্ঞ খেলোয়াড় বাদ পড়েছেন। পরে নবাগতদের নিয়ে একটি নতুন দল গঠন করা হয়। নিজেদের প্রমাণের অপার সুযোগ নিয়ে এই নতুন দলটিই আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ফিফার একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে তারা। এই ম্যাচে নতুন অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। তার নেতৃত্বে নবাগতরা নতুন গল্প লিখবেন বলে প্রত্যাশা ভক্ত-সমর্থকদের।
বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘মেয়েদের সঙ্গে কথা বলেছি, তারা বেশ উজ্জীবিত। আমি আশা করি তারা জয় দিয়ে নতুন শুরু করবে।’
বাংলাদেশ এবং আরব আমিরাত জাতীয় দল কখনও মুখোমুখি হয়নি। তবে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ আরব আমিরাতকে তিনটি ম্যাচে হারিয়েছে, যার মধ্যে ২০১৪, ২০১৮ এবং ২০১৯ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ জয়ী হয়েছে। তাই আজকের এই ম্যাচটিতে নবাগতদের জন্য নিজেদের যোগ্যতা প্রমাণের এক বিশাল সুযোগ অপেক্ষা করছে।
প্রসঙ্গত, গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পায় বাংলাদেশ। তবে সাফের সেই জয়ের মূল কুশীলবরা এখন দলের বাইরে। তাদের ছাড়া নতুন দল কেমন করবে, সেটা এখন অপেক্ষার প্রশ্ন।
এটিআর/