গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৬৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৬৫ জন ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩ জন এবং দক্ষিণ সিটিতে ২১ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে সাতজন এবং রংপুর বিভাগে একজন রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৯৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৫৬৭ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে এক লাখ ১৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডিআর/এমবি