Logo

জাতীয়

ঢামেক থেকে ডিস্টিল ওয়াটারসহ যুবক আটক

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৭:২০

ঢামেক থেকে ডিস্টিল ওয়াটারসহ যুবক আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে চার কার্টন সরকারি ডিস্টিল ওয়াটারসহ  (৪৮৮ পিস) এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মো. ফরহাদ (৪৪)। তিনি প্লাস্টিক কারখানায় কাজ করেন। তিনি লালবাগ কেল্লা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফরহাদ বলেন, আমার পায়ে সমস্যা। আমার স্ত্রীর ডেঙ্গু। এই বিষয়ে ২২০ নম্বর ওয়ার্ডে পূর্ব পরিচিত ওয়ার্ডবয় মো. সুমনের কাছে চিকিৎসার বিষয়ে আলোচনা করতে এসেছিলাম।

তিনি বলেন, তখন পাশে দাঁড়ানো এক ব্যক্তির হাতে একটি ব্যাগ ছিল। সুমন আমাকে এই ব্যাগটি বহির্বিভাগে নিয়ে যেতে বলেন।

ফরহাদ বলেন, তখন আমি বলি ওই ব্যাগ কাকে দেব, কেন দেব, আমাকে দিচ্ছেন কেন? আমি তো কাউকে চিনি না। তখন সুমন জানায়, কোনো সমস্যা নেই ব্যাগটা নিয়ে যাও। ওখানে গেলেই লোক পাবে।

কিন্তু ব্যাগ নিয়ে আসতেই আনসার সদস্যরা আমাকে আটক করে।

ডিউটিরত আনসার সদস্য ওমর ফারুক বলেন, ওই যুবকের চলাফেরা সন্দেহ হলে তাকে ডাক দিই। কিন্তু তিনি দ্রুত চলে যেতে থাকেন। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগে থাকা ৪ কার্টন সরকারি ডিস্টিল ওয়াটার (৪৮৮ পিস) উদ্ধার করা হয়।

আনসার প্লাটুন কমান্ডার (পিসি) সেলিম উদ্দিন বলেন, ফরহাদ নামের যুবককে ৪ কার্টন সরকারি ডিস্টিল ওয়াটারসহ আটক করা হয়েছে। ২২০ নম্বর ওয়ার্ডের সুমন নামের ওয়ার্ড বয় তাকে এগুলো দিয়েছে বলে জানিয়েছেন ফরহাদ। তবে সুমনকে পাওয়া যায়নি।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর