Logo

জাতীয়

জুলাই আন্দোলন

আহতদের সেবায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:২১

আহতদের সেবায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদল

জুলাই আন্দোলনে আহত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সেবায় যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছে। 

বুধবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আন্দোলনে আহত রোগীদের সেবায় যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল গত ২৭ জানুয়ারি বাংলাদেশে আসেন। তারা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পঙ্গু হাসপাতালে রোগীদের চিকিৎসা দেবেন। 

প্রসঙ্গত, আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সেবায় সিঙ্গাপুর থেকে রেটিনা, কর্ণিয়া, নিউরো অফথ্যালমোলজী এবং অকুলোপ্লাস্টি সার্জনে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসার কথাও জানিয়েছে মন্ত্রণালয়। তারা আগামী ১ ফেব্রুয়ারি থকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সেবা দেবেন। 

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর