Logo

জাতীয়

উপজাতি কোটায় ৬ শিক্ষার্থী পেল মেডিকেল ভর্তির সুযোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭

উপজাতি কোটায় ৬ শিক্ষার্থী পেল মেডিকেল ভর্তির সুযোগ

মেডিকেল ভর্তির সুযোগ পেল সমতল ভূমিতে বসবাস করা ছয় উপজাতি শিক্ষার্থী। সনদ বা প্রমাণক যাচাই-বাছাই করে দেশের সমতল অঞ্চলে বসবাস করা উপজাতীয় কোটায় তাদেরকে মনোনীত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় সনদ বা প্রমাণক যাচাই-বাছাই করে ছয়জন মনোনীত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া ২২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি, মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল সনদপত্রসহ সব দলিল যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রমাণিত হলে যেকোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনোনীত শিক্ষার্থীরা হলেন, স্মিতা আক্তার, হৈমন্তি মাহান্ত, আদলিন মিথিলা মিনজি, নিপুন সিনগা, সুসমিতা তোপ্পো ও রুবীনা পারবিন।

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর