Logo

আন্তর্জাতিক

মালিককে বাঁচাতে বাঘের সঙ্গে কুকুরের লড়াই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৪:৩০

মালিককে বাঁচাতে বাঘের সঙ্গে কুকুরের লড়াই

বাঘের হাত থেকে মালিককে বাঁচাতে লড়াই করেছে কুকুর— শুনতে গল্পের মতো লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। গত ২৬ ফেব্রুয়ারি প্রদেশটির সাতনা জেলার বান্ধবগড়ে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘গত বুধবার স্থানীয় বাসিন্দা শিবম বাদগাইয়া তার পোষ্য জার্মান শেফার্ড কুকুরের সঙ্গে বাড়ির বাইরে ছিলেন। এসময় একটি বাঘ গ্রামে ঢুকে। একপর্যায়ে বাঘটি শিবমকে আক্রমণ করার চেষ্টা করে। তখন শিবমের পোষ্য কুকুর তার জন্য ঢাল হয়ে দাঁড়ায়।’

সংবাদমাধ্যম জানায়, ‘বাঘটি যখন মালিকের দিকে এগিয়ে আসছিল, তখন মালিকের প্রাণ বাঁচাতে কুকুরটি ওই বাঘের সামনে গিয়ে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে। প্রথমে বাঘ কুকুরটির দিকে নজর দেয়নি। কিন্তু যখন একমদম কাছে গিয়ে তাকে বাধা দেয়, তখন শিবমের ওপর থেকে নজর সরিয়ে কুকুরটির দিকে মনোযোগ দেয় বাঘ।’

তবে দুঃখজনক হলো, মালিককে বাঁচালেও নিজের প্রাণ বাঁচাতে পারেনি কুকুরটি। ‘বাঘের আগ্রাসী মুখের সামনে পড়তেই হিংস্র থাবার শিকার হয় সে। তুমুল চেষ্টা করেও শেষরক্ষা হয়নি তার। ঘটনাস্থলে গুরুতর আহত হয় পোষ্য। পরে শিবম দ্রুত কুকুরটিকে পশুচিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

মালিকের প্রতি মায়াটানের বিরল এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর