Logo

আন্তর্জাতিক

আল-আজহারের দস্তরখানে হাজারো মুসল্লির ইফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৪:৪৫

আল-আজহারের দস্তরখানে হাজারো মুসল্লির ইফতার

আল-আজহার মসজিদে প্রথম রমজানের ইফতারপূর্ব মুহূর্ত

প্রতিবছরের মতো এবারও মিশরের বিখ্যাত বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের জামে আজহারের দস্তরখানে ইফতারের জন্য প্রতিদিন হাজারো মুসল্লি অংশ নিচ্ছেন।

এই ধারাবাহিকতায় শনিবার (১ মার্চ) সেখানকার প্রথম ইফতারিতে অন্তত ৩ হাজার মুসল্লি অংশ নেন। 

জামে আজহার জানায়, সমাগত মুসল্লিদের মধ্যে মিশরীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থী ও মুসাফিররাও ছিলেন।

মিশরে রমজানকে কেন্দ্র করে বিশেষ সংস্কৃতি ও উৎসব গড়ে উঠেছে। আল-আজহার মসজিদের ইফতারির এই দস্তরখানও মিশরীয় মুসলিমদের ঐতিহ্য। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর