Logo

আন্তর্জাতিক

মালদ্বীপে ক্রুসহ ৪৮ যাত্রী নিয়ে ডুবে গেল স্পিডবোট

Icon

মালদ্বীপ প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৯:২৭

মালদ্বীপে ক্রুসহ ৪৮ যাত্রী নিয়ে ডুবে গেল স্পিডবোট

মালদ্বীপের দিগুরাহ আইল্যান্ড থেকে রাজধানী মালে যাওয়ার পথে ৪৫ যাত্রী ও ৩ ক্রুসহ হুবান নামের একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, এ ঘটনায় যাত্রীসহ সকল ক্রু অক্ষত রয়েছেন।

স্থানীয় সময় রোববার (২ মার্চ) সকাল ৭টা ৫৭ মিনিটে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জরুরি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪ জন শিশুসহ সকল যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে তাদের দিগুরাহ আইল্যান্ডে স্থানান্তর করা হয় এবং তারা সকলেই সুস্থ আছেন।

এ দুর্ঘটনার কারণ নির্ধারণে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

উদ্ধার অভিযানে যারা সহায়তা করেছেন তাদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের জন্য কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়েছে। 

উল্লেখ্য, যে গত কয়েকদিন ধরে মালদ্বীপে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর