মালদ্বীপে ক্রুসহ ৪৮ যাত্রী নিয়ে ডুবে গেল স্পিডবোট

মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৯:২৭
-67c45cbba81eb.jpg)
মালদ্বীপের দিগুরাহ আইল্যান্ড থেকে রাজধানী মালে যাওয়ার পথে ৪৫ যাত্রী ও ৩ ক্রুসহ হুবান নামের একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, এ ঘটনায় যাত্রীসহ সকল ক্রু অক্ষত রয়েছেন।
স্থানীয় সময় রোববার (২ মার্চ) সকাল ৭টা ৫৭ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জরুরি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪ জন শিশুসহ সকল যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে তাদের দিগুরাহ আইল্যান্ডে স্থানান্তর করা হয় এবং তারা সকলেই সুস্থ আছেন।
এ দুর্ঘটনার কারণ নির্ধারণে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
উদ্ধার অভিযানে যারা সহায়তা করেছেন তাদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের জন্য কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়েছে।
উল্লেখ্য, যে গত কয়েকদিন ধরে মালদ্বীপে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল।
এমএইচএস