Logo

আন্তর্জাতিক

নারী দিবসের অনুষ্ঠানে মোদির নিরাপত্তায় নারীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:৩৯

নারী দিবসের অনুষ্ঠানে মোদির নিরাপত্তায় নারীরা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুজরাটের নওসারিতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো, মোদির নিরাপত্তার দায়িত্বে শুধুমাত্র নারী পুলিশ কর্মকর্তারাই থাকবেন। এই উদ্যোগকে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীন বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবেন ২১০০ জনেরও বেশি নারী কনস্টেবল, ১৮৭ জন সাব-ইন্সপেক্টর, ৬১ জন পুলিশ অফিসার, ১৬ জন ডেপুটি এসপি, পাঁচজন এসপি, একজন ইন্সপেক্টর জেনারেল (IG) এবং একজন অতিরিক্ত ডিজিপি (ADGP)। পুরো নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন সিনিয়র আইপিএস অফিসার এবং স্বরাষ্ট্র সচিব নিপুনা তোরাওয়ানে।

নারী দিবসে এমন আয়োজনের মাধ্যমে নারী ক্ষমতায়নের শক্তিশালী বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হর্ষ সাঙ্ঘভি বলেন, ‘এই উদ্যোগ গুজরাটকে একটি নিরাপদ ও সুরক্ষিত রাজ্য হিসেবে তুলে ধরবে এবং নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিশ্বকে জানাবে।’

প্রধানমন্ত্রী মোদি প্রথমে ভানসি বোরসি গ্রামের হেলিপ্যাডে নামবেন, তারপর নওসারির অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় তার চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তুলবেন শুধু নারী পুলিশ সদস্যরাই।

উল্লেখ্য, নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ৮ মার্চ তার এক্স (টুইটার) ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন দেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নারীরা, যেখানে তারা তাদের কাজ ও অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।

এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নরেন্দ্র মোদি নারী দিবস নিরাপত্তা প্রধানমন্ত্রী নারী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর