Logo

আন্তর্জাতিক

মিশরের গাজা পরিকল্পনার প্রতি সমর্থন জানাল মুসলিম দেশগুলো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:৩৯

মিশরের গাজা পরিকল্পনার প্রতি সমর্থন জানাল মুসলিম দেশগুলো

মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মিশরের নেতৃত্বাধীন গাজা পুর্নগঠন পরিকল্পনার প্রস্তাব অনুমোদন করেছে।

মুসলিম দেশগুলোর ৫৭ সদস্যবিশিষ্ট এই সংগঠন সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়।

আরব লীগের সদস্য দেশগুলো কায়রোতে এক সম্মেলনে তিন দিন আগে একই পরিকল্পার অনুমোদন দেয়। পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও এর বাসিন্দাদের উচ্ছেদের বিতর্কিত পরিকল্পনার বিপরীতে উত্থাপিত হয়েছে।  

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, ওআইসির জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিশরের পরিকল্পনা গৃহীত হয়েছে। যা এখন একটি আরব-ইসলামিক পরিকল্পনায় রূপ নিয়েছে। এটি অবশ্যই একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।

উল্লেখ্য, গাজা পুনর্গঠনের জন্য মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি পাঁচ বছর মেয়াদী পাঁচ হাজার ৩০০ কোটি ডলারের তহবিল তৈরির প্রস্তাব তুলে ধরেছেন।

এই তহবিলের লক্ষ্য হলো গাজার ভবন-রাস্তাসহ সব অবকাঠামো পুনর্নির্মাণ ও ফিলিস্তিনিরা যেন নিজ ভূমিতেই থাকতে পারেন সে পরিস্থিতি তৈরি করা।

সিসির পাঁচ বছর মেয়াদী পরিকল্পনার প্রথম দুই বছর দুই লাখ আবাসিক ভবন তৈরির কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে ২০৩০ সাল পর্যন্ত আরও দুই লাখ হাউজিং ইউনিট, একটি বিমানবন্দর, বাণিজ্যিক এলাকা, হোটেল ও পার্ক তৈরির কথা বলা হয়েছে। মোট ৩০ লাখ মানুষের থাকার জায়গা তৈরি করার কথা বলেছে।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই পরিকল্পনাকে সমর্থন করেছে। জাতিংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন।

সৌদি আরব ও আরব আমিরাতের মতো ধনী উপসাগরীয় দেশগুলো এই উদ্যোগে আর্থিক সহায়তা দেবে। তবে তারা হামাসকে সরাসরি সহযোগিতা করবে না। যুক্তরাষ্ট্র চায় গাজা যেন হামাস নিয়ন্ত্রণ না করে। মিসরের প্রস্তাব, গাজা নিয়ন্ত্রণ করবে একটি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা আলোচিত হচ্ছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর