Logo

আন্তর্জাতিক

দিল্লির তুঘলক রোডের ‘নাম বদল’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১১:১০

দিল্লির তুঘলক রোডের ‘নাম বদল’

দিল্লির তুঘলক রোডের নাম বদলে ‘বিবেকানন্দ মার্গ’ রাখার পক্ষে বিজেপি সাংসদরা জোর সওয়াল করেছেন। যদিও সরকারিভাবে এই নাম বদল হয়নি, তবে বিজেপি সাংসদরা তাদের বাংলোর নেমপ্লেটে তুঘলক রোডের জায়গায় ‘বিবেকানন্দ মার্গ’ লিখেছেন। এর পরেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী কৃষাণ পাল গুজ্জর এবং রাজ্যসভার সাংসদ দীনেশ শর্মা তাদের সরকারি বাংলোর নেমপ্লেটে ‘বিবেকানন্দ মার্গ’ উল্লেখ করেছেন। তবে তুঘলক রোডের নাম পুরোপুরি সরিয়ে দেওয়া হয়নি। তারা নেমপ্লেটে ‘বিবেকানন্দ মার্গ’ বড় করে লিখে নিচে ছোট করে ‘তুঘলক লেন’ উল্লেখ করেছেন।

দীনেশ শর্মা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নামটি লিখেছেন। কিন্তু তুঘলক লেনের নাম এখনো মুছে ফেলা হয়নি। তিনি দাবি করেছেন, গুগল ম্যাপে ওই রাস্তার নাম ১২ বছর ধরে ‘বিবেকানন্দ মার্গ’ হিসেবে দেখানো হচ্ছে।

বিজেপি সাংসদদের মতে, ‘তুঘলক রোড নামটি অত্যাচারের প্রতীক হিসেবে বিবেচিত হয়। যুব সমাজের আদর্শ স্বামী বিবেকানন্দের নামে রাস্তার নামকরণ করা উচিত।’

এদিকে, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং প্রশ্ন তুলেছেন, যদি তুঘলক রোডের নাম বদলানো হয়, তাহলে আগামীতে কি আগ্রার তাজমহল বা লাল কেল্লার নামও বদলে দেওয়া হবে? তবে এই বিষয়ে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল এখনো কোনো প্রস্তাব পায়নি। সূত্র : এই সময়

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর