
চিকিৎসকরা মানুষের কাছে প্রায় ‘ভগবানের’ মতো। তাদের হাতে জীবনের শ্বাস-প্রশ্বাস নির্ভর করে অনেকের। তবে চিকিৎসা খরচের কারণে অনেকেই ভালো চিকিৎসকের সেবা নিতে পারেন না। কিন্তু ভারতের নদিয়ার বগুলার এক ডাক্তার এমন আছেন, যিনি দীর্ঘ ২০ বছর ধরে বিনা পয়সায় রোগী দেখছেন। তিনি হলেন অতীন্দ্রনাথ মণ্ডল। বগুলায় গরিবদের জন্য নিঃস্বার্থভাবে চিকিৎসা দিচ্ছেন।
অতীন্দ্রনাথ মণ্ডল বর্তমানে নদিয়ার বগুলাতে জেনারেল ফিজিশিয়ন হিসেবে কাজ করছেন, তার মা-বাবার ইচ্ছা ছিল যে, তিনি বগুলায় এসে বিনা পয়সায় চিকিৎসা প্রদান করবেন। সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে তিনি আজও স্টেশন পাড়ায় একটি ছোট ঘরে বিনা পয়সায় রোগী দেখেন। এক সময় কলকাতার পিজি হাসপাতালে কাজ করার পর অতীন মণ্ডল ফিরে আসেন বগুলায়। সেখানে গরিবদের চিকিৎসা দিতে শুরু করেন।
তিনি জানান, তার মা-বাবা সবসময় বলতেন যে, তিনি ডাক্তার হলে এখানকার দরিদ্র মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করবেন। দীর্ঘ ২০ বছর ধরে তিনি এই ইচ্ছা পূর্ণ করছেন। অতীন বলেন, ‘প্রতি রবিবার আমার ছুটি থাকে, তাই ওই দিন সারাদিন রোগী দেখি। অন্য দিনেও ছুটি পেলে আসার চেষ্টা করি।’
অতীন্দ্র মণ্ডলের চেম্বার বগুলা বাজারের কাছে একটি ছোট ঘরে অবস্থিত। প্রতি রোববার সেখানে রোগীদের লম্বা লাইন দেখা যায়। অনেকেই বলেন, শুধু বিনা পয়সায় চিকিৎসা পাওয়ার জন্য নয়, অতীন্দ্র মণ্ডলের কাছে গেলে রোগীর মনও শান্তি পায়।
এ ছাড়া অনেক সময় অতীন মণ্ডল শয্যাশায়ী রোগীদের দেখতে তাদের বাড়ি পর্যন্ত চলে যান। যদি তারা বিছানা ছেড়ে আসতে না পারেন। বগুলার প্রত্যন্ত এলাকার অনেক মানুষই দরিদ্র এবং তাদের কাছে চিকিৎসার খরচ মেটানো সম্ভব নয়। অতীন মণ্ডল নিজেও দারিদ্র্যে বেড়ে উঠেছেন। তাই তিনি নিজেকে এসব মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব মনে করেন।
এমজে