Logo

আন্তর্জাতিক

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের হয়ে যেতে বললেন মাস্ক, কেন?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৬:৫৪

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের হয়ে যেতে বললেন মাস্ক, কেন?

পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া উচিত বলে অভিমত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় রোববার (৯ মার্চ) এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, ‘এক্সিট ন্যাটো নাউ (এখনই ন্যাটো থেকে বের হয়ে যাও)।’

ওই পোস্টকে সমর্থন করে মাস্ক আরেক পোস্টে বলেন, ‘ইউরোপের প্রতিরক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সত্যিই ন্যাটো থেকে বের হয়ে যাওয়া উচিত।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্কারোপ করার হুমকি দিয়ে এসেছেন ট্রাম্প।

এ ছাড়াও তার পুতিন-প্রীতিও ইউরোপীয়দের শঙ্কায় ফেলেছে। শুধু তাই নয়, ন্যাটোর ছত্রছায়ায় ইউরোপ যুক্তরাষ্ট্র থেকে যে নিরাপত্তা পেয়ে থাকে তা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।

ট্রাম্পের বিতর্কিত বক্তব্য, ইউক্রেন যুদ্ধ বিষয়ে ইউরোপকে বাদ দিয়ে এককভাবে নানা পদক্ষেপ নেওয়ায় ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বের হওয়া নিয়ে সরব হয়েছেন ট্রাম্প ঘনিষ্ট মার্কিন ধনকুবের মাস্ক।

আগামী মাসে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। এমন সময়ে ট্রাম্পের বক্তব্য ও মাস্কের এসব পোস্ট ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

তবে ট্রাম্প ও তার বন্ধু মাস্কের এসব বক্তব্য সত্ত্বেও এখনো যুক্তরাষ্ট্রকে ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেই দেখছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন দার লিয়েন।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কৌশলে কোনো পরিবর্তন আনা হবে কিনা; জানতে চাইলে এমন সম্ভাবনা তিনি নাকচ করে দেন তিনি।

উরসুলা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকলেও বৃহৎ পরিসরে তাদের স্বার্থ মূলত এক। তিনি বলেন, ‘মতের অমিল আমাদের থাকবেই, তবে সেগুলো সমাধান করেই এগিয়ে যেতে হবে।’

ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা স্পষ্ট, যে গত ২৫ থেকে ৩০ বছর যাবত ন্যাটো যে নীতিতে চলেছে, তা এখন সেই অর্থে আর প্রাসঙ্গিক নেই।’

এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বাঁক বদল; ইইউ ও ন্যাটো নিয়ে নিজেদের অবস্থান নিয়ে মার্কিন সুরে যে পরিবর্তন এসেছে, তাকে ইউরোপের জন্য একটি ‘সতর্ক বার্তা’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন তিনি। সেই সঙ্গে ইউরোপকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সজাগ হওয়ারও আহ্বান জানিয়েছেন উরসুলা।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর