Logo

আন্তর্জাতিক

‘চ্যাংদোলা’ মন্তব্যের পর শুভেন্দুকে দেওয়া হলো ‘৭২ ঘণ্টা সময়’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:২৫

‘চ্যাংদোলা’ মন্তব্যের পর শুভেন্দুকে দেওয়া হলো ‘৭২ ঘণ্টা সময়’

ভারতের পশ্চিমবঙ্গে বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী বিতর্কিত মন্তব্যে রাজ্যে মুসলিম বিধায়কদের ‘চ্যাংদোলা’ করে বিধানসভা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তার এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। 

তিনি বলেন, ‘শুভেন্দুকে ৭২ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার করতে হবে। মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা চাইতে হবে।’ অন্যথায় হুমায়ুন কবীর জানিয়েছেন, ৪২ জন মুসলিম বিধায়ক তার নেতৃত্বে বিধানসভায় শুভেন্দুকে ‘ভালোভাবে’ বুঝে নেবেন।

হুমায়ুন কবীর তার মন্তব্যে বলেন, ‘যদি শুভেন্দু মারতে আসেন, তাহলে আমরা তাকে রসগোল্লা খাওয়াতে আসিনি। তিনি মুসলিম বিধায়কদের অসম্মান করতে চাইছেন, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি, যেকোনো প্রতিক্রিয়া জানাতে আমরা প্রস্তুত।’

আরও পড়ুন : ‘ক্ষমতায় এলে মুসলমানদের চ্যাংদোলা দিয়ে রাস্তায় ফেলা হবে’

এই বিতর্কের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়কের হুমকির পাল্টা জবাব দেন। তিনি বলেন, ‘বিধানসভায় ঢোকার কয়েক কিলোমিটার আগে আমি কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলে আসি। আমি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’ একইসঙ্গে শুভেন্দু অধিকারী বিধানসভার সচিবালয়ে একটি চিঠি পাঠিয়ে নিজের এবং বিজেপি বিধায়কদের নিরাপত্তা সুরক্ষার দাবি জানান।

এর আগে বিজেপি-তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্বে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘তৃণমূল কংগ্রেসে যেসব মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলা হবে।’ এই মন্তব্যের পর তৃণমূলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হুমায়ুন কবীর এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর