Logo

আন্তর্জাতিক

এবার রোজা ২৯ নাকি ৩০টি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২১:৫৪

এবার রোজা ২৯ নাকি ৩০টি?

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। তারা জানিয়েছে, চলতি বছরের রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তা এখনো নিশ্চিত হয়নি।

দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপের তথ্য অনুযায়ী, আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে, এবং এর ভিত্তিতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি সাধারণ মানুষকে সতর্ক করেছে যে, যদি তারা চাঁদ দেখতে পান, তবে এটি স্থানীয় চাঁদ দেখা কমিটি বা অফিসিয়াল কমিটিকে জানাতে হবে।

এছাড়া যদি ৩১ মার্চ ঈদ হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ৩০টি রোজা পূর্ণ হবে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ১ মার্চ থেকে রমজান মাস শুরু হয়।

খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে, যা রমজান মাসের ২৯তম দিন হবে। যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ হয়, তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদের পাঁচদিনের ছুটি উপভোগ করবেন।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর