তুরস্ক হবে ‘শান্তি কূটনীতির’ কেন্দ্রবিন্দু : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:৫০

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান /ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঙ্কারা নিজেকে ‘শান্তি কূটনীতির’ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে।
বুধবার রাজধানী আঙ্কারা থেকে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, আমরা তুরস্ককে শুধু এ অঞ্চলের স্থিতিশীলতার উৎস হিসেবে নয়, বরং ‘শান্তি কূটনীতির’ অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করছি। আমরা এমন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের অঞ্চলসহ পুরো বিশ্বে উত্তেজনা, যুদ্ধ ও ভ্রাতৃঘাতী সংঘাত চলছে।
তিনি বলেন, সুদানে আমাদের ভাইয়েরা দীর্ঘদিন ধরে অস্থিরতার চক্রের শিকার। আমরা দেখছি সোমালিয়া, লিবিয়া, ইয়েমেন ও আফগানিস্তানও কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে।
এরদোয়ান আরও বলেন, তুরস্ক শুধু কল্যাণের পতাকা উড়িয়ে যাচ্ছে না, বরং বিশ্বজুড়ে—বিশেষ করে যেখানে অবিচার চলছে—সেখানে শান্তি, নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করছে।
ওএফ