বন্ধুর টানে দিল্লিতে ‘রুম ডেটে’ গিয়ে ধর্ষণের শিকার ব্রিটিশ তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:৩১

ভারতে বেড়াতে এসে দিল্লির মহিপালপুর শহরের একটি হোটেলে এক ব্রিটিশ তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোশাল মিডিয়ায় পরিচিত হওয়া অভিযুক্ত যুবকের সঙ্গে দেখা করতে ওই তরুণী দিল্লিতে আসেন। এরপরই এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, তরুণী ও অভিযুক্ত যুবকের মধ্যে সোশাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে ওই তরুণী তার সঙ্গে দেখা করতে দিল্লিতে আসেন। পরে হোটেলের রুমে গিয়ে তাকে ধর্ষণের শিকার হতে হয়।
পুলিশ অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। এ ছাড়া তার এক বন্ধুকে শ্লীলতাহানির অভিযোগে আটক করা হয়েছে।
এ ঘটনায় ব্রিটিশ দূতাবাসকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি নজরে রেখেছে। উল্লেখ্য, গত সপ্তাহে কর্নাটকের একটি খালের ধারে বেড়াতে গিয়ে একটি ভিন্ন ঘটনায় ইজরায়েলি এক পর্যটক ও তার হোমস্টের মালকিনও ধর্ষণের শিকার হন। সূত্র : সংবাদ প্রতিদিন
এমজে